অভিমান

ছবি: ফ্রিপিক

এত বছরের পথচলা,
কতশত ঝড়, বৃষ্টি, খরা
তবু আছি দাঁড়িয়ে
যেন কোনো অশ্বত্থ গাছ।
রৌদ্রের তাপে পুড়ে ছারখার,
কখনো-বা বৃষ্টির পানিতে
থই থই করা জগৎসংসার,
সব‌ই এলাম পেরিয়ে।
তোমার হাসি যেন
শীতের সকালের মিষ্টি রোদ,
প্রচণ্ড তাপদাহের দিনে
কুসুম গর্জে আসা বারির স্রোত।
তুমি বয়ে চলো নিরবধি,
আমার খোঁজও নাও না যদি।
ওই তেপান্তরের মাঠ পেরিয়ে
একদিন যে ভালোবাসা এসেছিল
শ্বেতাঙ্গ অশ্ব চড়ে,
আজ কেন তা এত মনে বেঁধে?

ছিন্নমূল জরাজীর্ণ এই প্রস্তরে
খুঁজে বেরিয়েছি তোমায়,
ডেকেছি কত,
কই, আসোনি তো!
অবহেলা আর অবমাননায়
রক্তাক্ত আমি,
সেই রক্ত করেছি তোমায় সমর্পণ।
হ্যাঁ, জানি, তুমিও বিক্ষত,
ব্যথায়, বেদনায় বিদীর্ণ।
তবে প্রিয়,
আমার অশ্রুসিক্ত হৃদয়ের আর্তনাদ
প্রতিধ্বনি হবেই তো তোমার হৃদয়েও।
আমি অপূর্ণ,
শত অপূর্ণতার মাঝে তোমায়
দিতে চেয়েছি জ্যোৎস্নার আলো,
আমার ‘তুমি’ সত্তাকে পদদলন করেছে
তোমার অবহেলা, অজুহাতগুলো,
প্রতিদিন, ধীরে ধীরে নিঃশেষ নিঃশব্দে।
তবু তুমি ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো,
আমি চিরকাল তোমারই থাকব,
তবে পরিশেষে নিজেকে বেছে নিলাম।