‘এমবাপ্পের ব্যালন ডি’অর পাওয়া উচিত’

কিলিয়ান এমবাপ্পেছবি: রয়টার্স

কিছুদিন আগে চলতি মৌসুমের জন্য পিএসজির অধিনায়ক নির্বাচনের ভোটাভুটির একটা খবর প্রকাশ পেয়েছিল। যেখানে মাত্র এক ভোট পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। সেই ভোটটি দিয়েছিলেন ক্লাবে তাঁর সবচেয়ে কাছের ‘বন্ধু’ আশরাফ হাকিমি। আর কারও ভোট ফ্রান্স অধিনায়কের ব্যালটে পড়েনি!

এবার আরও একবার নিজের বন্ধুর পক্ষে কথা বললেন মরক্কোর তারকা ফুটবলার হাকিমি। বলেছেন ২০২২-২৩ মৌসুমের ব্যালন ডি’অর এমবাপ্পের পাওয়া উচিত। সম্প্রতি বিইআইএন স্পোর্টসকে তিনি এ কথা বলেন।

পিএসজির অনুশীলনে কিলিয়ান এমবাপ্পে (ডানে) ও আশরাফ হাকিমি
ছবি : এএফপি

ক্লাবে দুজনের বন্ধুত্বের কথা সবারই জানা। তাই বলে যে এ দাবি করেছেন, তা–ও নয়। বরং পারফরম্যান্সই কিলিয়ান এমবাপ্পের পক্ষে কথা বলছে। এ বছর ব্যালন ডি’অর পাওয়ার দাবিদার হিসেবে সবাই লিওনেল মেসি ও আর্লিং হলান্ডের কথা বললেও এমবাপ্পের কথা কেউ বলছে না। অথচ ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনা করলে বাকি দুজনের থেকে কোনো অংশেই পিছিয়ে নেই তিনি।

২০২২ সালে কাতার বিশ্বকাপ জয় ও পুরো টুর্নামেন্টে অবিশ্বাস্য পারফরম্যান্স ও নেতৃত্বের কারণে রেকর্ড ৮ম বারের মতো ব্যালন ডি’অর জয়ের বড় দাবিদার মেসি। অন্যদিকে হলান্ড বিশ্বকাপে খেলেননি। তবে ম্যানচেস্টার সিটির হয়ে নিজের প্রথম মৌসুমেই ৫৬ গোল ও দলটির ট্রেবল জয়ে বড় ভূমিকা রেখেছেন। এ কারণে তাঁকেও অন্যতম দাবিদার ভাবা হচ্ছে।

বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপ্পে
রয়টার্স

আর বিশ্বকাপ ও ক্লাব পারফরম্যান্সের কথা বিবেচনায় নিলে কিলিয়ান এমবাপ্পে বেশ এগিয়ে আছেন। কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিকসহ পুরো টুর্নামেন্টে সর্বাধিক ৮ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পুরো মৌসুমে করেছেন ৪১ গোল। তাইতো আশরাফ হাকিমি বলেছেন, ‘গত বছর সে (এমবাপ্পে) যা করেছে, সেটির সঙ্গে তুলনা করলে আমার মতে, তাঁর ব্যালন ডি’অর পাওয়া উচিত। সে গ্রেট ফুটবলার এবং আশা করছি এ বছর পুরস্কারটি জিতবে।’

আগামী ৩০ অক্টোবর ঘোষণা করা হবে ফুটবলের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর–জয়ীর নাম। ফ্রান্স ফুটবল ম্যাগাজিন কর্তৃক দেওয়া এই স্বীকৃতি এ বছর কে পাচ্ছেন, তা ওই দিনই জানা যাবে।