অণুকাব্য

অলংকরণ: আরাফাত করিম

১.
তোমার বিরহে পুড়ে যাক বুক,
আমার আর ছোঁয়া হয় না সুখ;
তুমিই যে আমার আজন্মকালের প্রিয়তম অসুখ!
২.
তোমার মতো কেউ বলল না ভালোবাসি, কেউ না;
তোমার মতো আর কেউ নেই, তুমি তুমিই;
মুখে যতই বলিনা কেন, মন বলে তোমাকে আমার লাগবেই!

৩.
আকাশে শত তারার ভিড়ে ঠিকই জ্যোৎস্নালোক থাকে,
সবার অভিনয়ের ছলে কিছু মানুষ সত্যিকারেও ভালোবাসে!
৪.
কোথাও নিরুদ্দেশ হওয়ার আগে,
এই পাগলকে নিও আপন করে।
৫.
শেষ আকুতি,
এই একটাই মিনতি;
ফিরে আসো তুমি, আজও মাঝপথে দাঁড়িয়ে আছি—
তোমারই অপেক্ষায় এই আমি।