ভরা জ্যোৎস্নার রঙে
পূর্ণিমার চোখ ঝলসানো রঙিন রঙে
আলোর হোলি খেলা উন্মাদনা উল্লাসে
শুভ্রতার বান উপচে পড়ে হৃদয়ের দুকূলে
অগ্রাহ্য অনুশাসনের সহস্র বেড়াজাল।
রাঙিয়ে ওঠে অসীম কল্পনার রাজ্য
ধীরপায়ের ছন্দলয়ে ছুঁতে যায় শশী
উৎসবেরা আসে আন্দোলিত হয়ে
অবারিত সুখচ্ছবি অঙ্কিত প্রসন্ন বদনে।
কল্পনার কারুকার্যে স্বপ্ন ভাসবে রোশনাই সমুদ্রে
সুখ বুননে নিশ্চুপ আননে মুদিত আঁখিদ্বয়
ভরা জ্যোৎস্নায় আবেগী রং মেখে
ইন্দু বিভা প্রসারিত হবে পার্থিব পরিসীমায়।