এভাবে যেতে যেতে
পথে যেতে যেতে
হঠাৎ এসে পড়ল ঝিরিঝিরি ফাগুন বাতাস।
অযত্নে পাউডারমাখা মুখ, হাতে শপিং ব্যাগ
মুখোমুখি আমরা
তার চাহনি নির্বাক, ডুবেছে যৌবনচাঁদ।
দৃষ্টি ঝাপসা হলো আমার, হয়তো আমাদের
মৃদু কেঁপে উঠল তার ঠোঁট।
বুকের ভেতর থেকে ওঠা ফাগুনঝড়
থেমে যায় নিজস্ব নিয়মে
স্তব্ধতা জাগানো অবসাদে।
বললাম, এখন কেউ এত কিছু ভাবে না
দুফোটা চোখের জল ফেলো নীরবে
দেখো হালকা লাগবে।
চোখের অস্ফুট বুলিতে পড়ে নিলাম ঠোঁটের স্বপ্ন,
মনের অসমাপ্ত কথা।
মনের মধ্যে আবারও জড়ো হতে থাকে ফাগুনঝড়ের
ধূলিস্তম্ভ
এখনই গাছের ওপর আছড়ে পড়বে গাছ
আমিও বন্ধ করলাম চোখ।
অস্থির চঞ্চলা মেয়েটি
চলে গেল ধীর পায়ে।
সে হয়তো জানে না
তার কস্তুরিগন্ধ আর আমাকে মাতাল করে না,
এখন মাতাল হই হুইস্কির গন্ধে।