বৃষ্টিসিক্ত আবহাওয়ায় বন্ধুসভা কক্ষে অসাধারণ মুহূর্ত

বন্ধুসভা কক্ষে জাতীয় পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুদের শুভেচ্ছা বিনিময়ছবি: বন্ধুসভা

বাসে চেপে বেরিয়ে পড়েছি। ঘণ্টা তিনেকের জ্যাম ঠেলে ক্লান্ত শরীরে রাজধানীর কারওয়ান বাজারে নামলাম। উদ্দেশ্য প্রথম আলো অফিস। বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক ভাই আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। সেই সুবাদেই যাওয়া। এর আগে কখনো যাইনি। আগের দিনই জানতে পারি বন্ধুসভা কক্ষে যাব। তাই ১ ফেব্রুয়ারির রুটিনে বিষয়টাকে যুক্ত করে নিজেকে একটু প্রস্তুত করে রাতে ঘুমাতে যাই।

বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে, খাওয়াদাওয়া করে একটু অনলাইনে ঢুকি। দেখলাম গ্রুপে টিটো ভাই বারবার রিমাইন্ডার দিচ্ছেন। অনলাইনে কিছুক্ষণ কাজ করতে করতে ততক্ষণে গোসলের সময় হয়ে গিয়েছে। গোসল করে আগে দুপুরের খাওয়াটা সেরে ফেলি। তারপর ঘণ্টাখানেক বিশ্রাম নিয়ে বেড়িয়ে পড়ি কারওয়ান বাজারের উদ্দেশে। হাতঘড়িতে তাকিয়ে দেখি সাড়ে তিনটা বাজে। গন্তব্যে পৌঁছাতে দেরি হতে পারে বলে হাতে সময় নিয়ে বের হই।

গন্তব্যে পৌঁছে দেখি আগে থেকেই সেখানে অপেক্ষা করছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভার সভাপতি মুনিয়াম শুভ ভাই। দুই মিনিট পর প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রোজি আপুও উপস্থিত। কিছুক্ষণের মধ্যে সাধারণ সম্পাদক টিটো ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক আমের ভাই ও বন্ধু আহমেদ মিশাল ভাই হাজির। সবাই মিলে বন্ধুসভা কক্ষে গেলাম।

পরমুহূর্তেই জাফর সাদিক ভাই ও ফরহাদ হোসেন মল্লিক ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলো। পরিচয় পর্ব শেষে কুশলাদি বিনিময়ের পর জাতীয় পর্ষদকে ফুলেল শুভেচ্ছা জানালাম। জাফর সাদিক ভাই জানালেন, সামনেই বৃহৎ আকারে জাতীয় সম্মেলন করা হবে। বেশ কিছুক্ষণ আলোচনার পর তারিখটাও প্রাথমিকভাবে নির্ধারণ করে ফেললেন। সারা দেশ থেকে বন্ধুরা যেন সম্মেলনে উপস্থিত হতে পারেন, তা নিয়ে পরিকল্পনাও করা হচ্ছে।

ফরহাদ হোসেন মল্লিক ভাই বন্ধুসভার কার্যক্রম, সমস্যা, সমাধানের উপায় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চান। আমরাও বিভিন্ন বিষয় শেয়ার করি।

এদিকে বাইরে তখন বৃষ্টি হচ্ছিল—ফেব্রুয়ারি রেইন। বন্ধুসভার কক্ষে প্রবেশের পরই পিঠা খাওয়ার সৌভাগ্য হলো। প্রথম আলো অফিসে পিঠা উৎসব হচ্ছিল। শীতের আমেজে পিঠা, উষ্ণ অভ্যর্থনা, সন্ধ্যায় স্নিগ্ধ বৃষ্টি—সব মিলিয়ে জাতীয় পর্ষদে বন্ধু আড্ডার সময়টা পরিণত হয় অসাধারণ একটি মুহূর্তে। বৃষ্টিসিক্ত আবহাওয়া, আড্ডা জমানোর আহ্বান হিসেবে গণ্য হয়।

ম্যাগাজিন–বিষয়ক সম্পাদক, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভা