অন্তঃকরণের পরিখা

অলংকরণ: মাসুক হেলাল

সীমান্তের শেষ প্রান্তে দাঁড়িয়ে—
প্রকাণ্ড একটা বিভেদের প্রাচীর তুলে দিয়েছ
দিনের দিবাকর রাতের শশী অভিমানে চলে যায়
পূর্ণিমার জোছনারা গল্প বাঁধে না তোমায় শোনাতে।
রঙিন সে ফাগুন আজও আসে বিমর্ষ বিষণ্নতায়
ম্লান মুখে অযত্নে আর অবহেলায় শিমুল পলাশ
আগের মিষ্টতা নেই কোকিলের সুমধুর ধ্বনিতে
শ্রাবণ আজ একা ঝরে ঝরে চলে যায় নির্বাসনে।

বন্ধুত্বের আকুল আকুতি শেষ হয় করুণ আর্তনাদে
কখনো মিলিয়ে যায় মানবশূন্য সীমাহীন মহাশূন্যে
দূর আকাশের ঝকমকে তারাগুলোও বলে না কিছু
গগনবিদারী আত্মার ক্রন্দন প্রতিধ্বনি হয়ে আসে।
নির্মম মমতায় ঝরা পত্রের মতো অনাদরে শুষ্ক হৃদয়
চৈত্রের দাবদাহে সজীব অন্তর পুড়ে বাষ্পায়িত হয়
সীমানা বিভেদের সে দুর্ভেদ্য প্রাচীর অক্ষত রয়ে যায়
ধসে পড়ে না দুর্যোগে, দাঁড়িয়ে থাকে অনন্তের পথে।