দুর্ভিক্ষের হাহাকার
হেমন্ত ধানখেতের পাশে ডাহুকের দল
হঠাৎ হারিয়ে যায় দূর্বাঘাসের ভিড়ে,
পৃথিবীর মানচিত্র হতে হারিয়ে যায় মানুষ—
একটি পরিকল্পিত পাপের ভিতর।
শিউলি ফুলের পাপড়িতে ভেসে ওঠে দুর্ভিক্ষ
সময়ের জরাজীর্ণতায় নগরে কেউ নেই,
আমি তখনো শুনতে পাই
বিধ্বস্ত ধ্বংসস্তূপে থাকা একটি শিশুর হাহাকার।
সময়ের কাটা শেষ হবে না শতাব্দীর বুকে
শেষ হবে না শিশুদের বড় হওয়ার আকাঙ্ক্ষা,
রুপালি জ্যোৎস্নায় বসে
গাঁদা ফুলের মালা গেঁথেছিল যে কিশোরী—
তাকেও খুবলে খেলো পালিত কুকুর।