রোদেলার চিঠি

অলংকরণ: তুলি

রুদ্রনীল,

দেখিস, একদিন হারিয়ে যাব। তোর অবহেলায়;
শূন্যতার ক্ষুধা ঘিরে ধরেছে আমাকে।
বিষণ্নতার ভুবনে মধ্যরাতে নির্ঘুম আমি শেষ ট্রেনের হুইসেলের শব্দে অকালমৃত্যুর নোটিশ পাই!
লেখা আছে, র‌্যাংকিজম-ই হবে আমার অকালমৃত্যুর প্রধান কারণ!
তীব্র যন্ত্রণায় গুগলে র‌্যাংকিজমের অর্থ খুঁজি
স্পষ্ট বুঝতে পারছি,
র‌্যাংকিজম ইতিহাসের শুরু থেকেই ছিল, এখনো আছে এবং থাকবে!
র‌্যাংকিজম মূলত নিজের ক্ষমতাকে ব্যবহার করে
অন্যকে তাচ্ছিল্য করে দানবীয়তায় ওঠে মেতে।
নীল খাম খুঁজি,
মৃত্যুর আগে চিরকুট পাঠাব তোর ঠিকানায়
লোকাল ট্রেনে, কিন্তু
পৌঁছাবে বেলা শেষে আমার মৃত্যুর পর!
লেখা থাকবে ছোট্ট দুটি কথা—
‘যখন তোর চোখে অন্য মুখের ছায়া দেখি,
তখন তোকে খুন করতে ইচ্ছে করে!’

ইতি
রোদেলা