গায়ের রং কালো হওয়ায় ছোটবেলায় অনেক তাচ্ছিল্যের শিকার হতে হয়েছিল। খারাপ লাগত তখন। এখন আর এসব নিয়ে চিন্তা করি না। কেউ হাসিতামাশা করলে হাসি দিয়ে উড়িয়ে দিই। আমি বিশ্বাস করি, কালো বর্ণ সৃষ্টিকর্তার দেওয়া উপহার।
প্রতিটি রং সুন্দর, প্রত্যেক মানুষ সুন্দর। মানুষের পরিচয় চেহারা দিয়ে নয়, বরং চরিত্র ও সততা দিয়ে হওয়া উচিত। এগুলোই আসল পরিচয়। আত্মবিশ্বাস আর মনুষ্যত্ব প্রকৃত পরিচয়। সবাই নিজের মতো সুন্দর। মানুষের এই বৈচিত্র্যই সৃষ্টির সেরা গুণ।