আমি হব
এক নভোচারী,
চাঁদের দেশে
আমি দেব পাড়ি।
গবেষণা আমি
করব সেথায়,
কী করে চাঁদ
আলো বিলায়?
কী দারুণ
ওই চাঁদের হাসি!
তাই তো আমি
এই স্বপ্নে ভাসি।