ধূসর স্মৃতির ডায়েরি

প্রতীকীফাইল ছবি

ধূসর স্মৃতির ডায়েরিতে সময়ের ভাঁজ
চেনা চাহনির বিদ্রূপ আচরণ,
অভিধান শূন্য শব্দের ভাষাহীন ব্যঙ্গ প্রলাপ।
ক্ষতবিক্ষত সময়ের অবিরাম চলা
তিরস্কারে বোবা কঙ্কাল স্মৃতির মলাট—
গুমোট ময়লায় নগ্ন পদাঘাতের চিত্র।
বন্দিত্বের মুক্তির খোঁজে স্মৃতির পায়রা
আকাশের রাঙা মেঘে ভিজিয়ে নেয় আপন ঠোঁট,
অদম্য পাখায় করে শক্তির সঞ্চার।