শূন্যতা
খসে পড়া বৃষ্টির শব্দ শুনছি,
হৃদয়স্পর্শী বাতাসের শব্দ শুনছি
খোলা বাতায়ন—ধোঁয়া ওঠা চায়ের কাপ,
নির্বাক তাকিয়ে দেখেছি বারিধারা।
হঠাৎই হৃদয়ে বজ্রপাত!
অতিশয় জড়সড়,
অতঃপর অপেক্ষার প্রহর গুনছি।
গেঁথে গেঁথে শব্দের অমৃত পদ্য বুনছি।
কত কী হয়ে যায় আকস্মিক!
অথচ তুমি নেই চারিধার,
মনে পড়ে বারবার,
তাই হৃদয়ে কবিতার নীড় তুলছি।