কারফিউ

ছবি: এআই/বন্ধুসভা

হেমন্ত পায়ে মুহূর্তরা চলে গেল...
সন্ধ্যেমাখা শহুরে ল্যাম্পপোস্টে
ঝিরিঝিরি বর্ষণ, কেমন একটা
বিষণ্ন সুখ আঁকছিল।
একটি ছাতা—দুটো ভুঁইচাপা
মেলে দিয়েছে পাতার সবুজ
শাখার সীমানা—
এ কেমন বিরহ?
যা বারবার কাছে টানে!
পথ-মাটি ও লোকালয়
সবাই যেন ঠেলে জড়ো করছিল
ভুঁইচাপার ছায়া দুটোকে,
মেতেছে সময় স্বরযন্ত্রে
বন্ধ করতে বাদলদিনে বিচ্ছেদে;