তোমার ছবি

অলংকরণ: তুলি

এ ছবিটি মনের রঙে সদ্য আঁকা,
লকলকে ওই অধর যেন খানিক বাঁকা!
নীরব একটা হাসি যেন মুক্তো ঝরায়,
মন নদীতে জোয়ার আনে প্রেমের খরায়!
এ ছবিটি অকারণেই মন ছুঁয়ে যায়,
ভ্রমরকালো চোখ দুটিও স্বপ্ন ছড়ায়।

কান যুগলের বর্ণনা তো বড্ড কঠিন,
ভুরুগুলো ঠিক যেন হায় স্বর্ণ রঙিন!
এলোমেলো কেশ যেন ঠিক নিশীথ কালো
কালোর বুকে ছড়াচ্ছে বেশ নীরব আলো!
নাকের ডগায় মুক্তাস্বরূপ দুফোঁটা ঘাম,
লক্ষ-কোটি হীরার চাইতে অমূল্য দাম!

মন দেয়ালে এ ছবিটি যত্নে আঁকা,
সাত জমিনের দ্বিগুণ দামে বক্ষে রাখা।
এ ছবিটি বড্ড প্রিয় তোমার যে তাই,
তোমার শুধু ছবিই আছে, তুমি তো নাই!