ভালো থেকো ভালোবাসারা

অলংকরণ প্রথম আলো

শহরে ব্যস্ত মানুষের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। তাঁদের ব্যস্ততার বৃত্তাকার চক্রে আজও আমার বিষাদিত অনুভূতিগুলো উঁকি দেয়। শহরের অলিগলিতে হাজারো স্মৃতিবিজড়িত মুহূর্তের বিচরণ। যেথায় আজ নিঃস্বার্থ প্রেমিকের ভালোবাসা রটিয়ে দেওয়া নিষিদ্ধ।

সময়ের স্রোতে নিষিদ্ধ নগরীর দালানে শেওলা সতেজতা খুঁজে পায়। জানালার ফটকগুলোতে মাকড়শা আপন সুরে তাজমহলের কারুকার্য সাজায়। শহরে কৃষ্ণচূড়ার রাঙা ফুলের ঘ্রাণ হয়তোবা মুগ্ধতা হারিয়েছে। তবু এই শহরজুড়ে ছড়িয়ে থাকা মুগ্ধতার রেশ কাটে না প্রেমিকের।

এই শহর রাঙানো কৃষ্ণচূড়া যেন প্রকৃতির স্রোতস্বিনীকে আটকাতে পারে, এটাই প্রেমিকের প্রার্থনা। অতঃপর নিষিদ্ধ নগরীর উৎকণ্ঠিত ব্যাকুলতা কাটিয়ে আজ বেকসুর খালাসপ্রাপ্ত প্রেমিক।

শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ