বিপ্লব
আমি তো কেবলই সারশূন্য সারাৎসারে
বিপ্লবের গন্ধ পাই রক্ত–মাংস শিরে—
জীবন্ত আর্তনাদ মৃতের মৃদু চিৎকার!
এখানে স্তব্ধ সবই হয়েছে অকথ্য ধূলিসাৎ
উন্নয়নের নামে গড়া যত প্রাচীরদেয়াল—
প্রতি টুকরা পাটকেলে মৃতের ঘ্রাণ;
এখানে শান্তি বর্ষিত অনাচার–ব্যভিচারে;
গৌণ ব্যক্তি গদিতে অগৌণ প্রণালির পানে
স্বচ্ছন্দে অবাধ চলতে পেরেছিল কয়জনে;
জাতি তোলে বিদ্বেষ ছড়িয়ে সিংহাসনজুড়ে।
ওরা মানুষ—অমানবিক; মনুষ্যত্বহীন—
ক্ষমতার দাম্ভিকতা শুনিয়েছিল দিন তো দিন
ধ্বংসের মুলুকে ধ্বংসস্তূপে ধ্বংসপ্রাপ্ত মনুজ
এখানে বিষাদের ছায়ায় বেড়েছিল অনুজ;
মারণাস্ত্রে মৃত্যুর মঞ্চে নিধনমঞ্চে বীর—
জননীর বুকে উপড়ে ছিল সন্তানের শির