ভালোবাসার অণুকাব্য

গোলাপ আর ভালোবাসার কথা জানানো কার্ডও হতে পারে উপহারসংগৃহীত

এক.
তুমি আমার পাশে অন্তত কিছুক্ষণ থেকো
আমি তোমার চোখের দিকে চেয়ে কিছু লিখব।

দুই.
তোমার সাথে থাকলে মনে হয়
আমি পুরো পৃথিবী করেছি জয়।