গাছের মূল্য

দিনাজপুর শহরে ও পুনর্ভবা নদীর তীরে দিনাজপুর বন্ধুসভার বৃক্ষরোপণছবি: প্রথম আলো

গাছের ফুলে সুবাস ছড়ায়
মুগ্ধ করা ঘ্রাণে,
গাছের ফলই খেয়ে সবার
শক্তি আসে প্রাণে।

রোদের তাপে জীবন বাঁচে
তরুলতার ছায়া,
বাতাস উঠে গরম ছুটে
শীতল করে কায়া।

পরিবেশের ভারসাম্য সব
বজায় রাখে গাছে,
গাছের ওই না অক্সিজেনে
সকল প্রাণী বাঁচে।

গাছের পাতার শিকড় থেকে
ভেষজ ওষুধ মিলে,
সকল রোগী সুস্থ হবে
যদি দেয় খিলে।

আবহাওয়া ধরে রাখতে
গাছের নেই তো তুল্য,
ধরার মাঝে তরুলতার
গাছের অনেক মূল্য।

গাছ আমাদের করে থাকে
উপকার যে কত,
এসো সবাই চারা লাগাই
আশপাশে শত।