প্রেম অমরত্বের ফলক

অলংকরণ: মাসুক হেলাল

ভরা যৌবনপ্রাপ্তির আগেই
শুকিয়ে যায় নদীর নতুন রস,
পড়ে থাকে অবহেলার বালি রাশি,
হয় না মহামিলনের জয়োল্লাস।
আসে সরু পথের আঁধার আচ্ছন্নতায়
ফিরে যায় অকাল বিরহের অগ্নি পথে,
প্রেমের হয়নি জাগরণ; হয়েছে পতন
বেহায়াপনা প্রেমের হেমলক মরিবার।
যে প্রেম অমরত্বের ফলক
সে প্রেম দুর্লভ আজিকার চৈতালি মৌসুমে,
অঙ্কুরিত হয়ে দ্রুত উঠে বেড়ে কামনার মাঠে,
নিষ্ফলে মরে যায় অতি উর্ববরতার দাপটে।