অণুকাব্য
১.
নদীও ঠিক জানে না সমুদ্রের ঠিকানা,
তবু একাকী বয়ে যেতে দ্বিধা করে না।
২.
গলায় যতই ঘুরো তুমি মালার ফুল,
কাউকে ডিঙানো তোমার মনের ভুল।
৩.
ভাগ্যিস পাখিরা সকাল বিকেল উড়ে,
নয়তো কিছু লোকে রটাতো এরা ভবঘুরে।
৪.
সারাক্ষণ তোমার আশপাশে ঘুরে
ফিরে আসি, ফিরিয়ে দেওয়ার ভয়ে।
৫.
মানুষের পৃথিবীতে মানুষই বেশি একা থাকে,
পাখিদেরও দেখি সন্ধ্যায় দলবেঁধে বাসায় ফিরে।
৬.
যতখানি পথ হাঁটি ততখানি হয় চেনা,
নতুন পথেই নদী খুঁজে সমুদ্রের ঠিকানা।
৭.
কতটা পথ হেঁটে গিয়েছি, কতটা রয়েছে বাকী?
মুক্ত হয়েও আকাশের সীমানা জানে না পাখি।
৮.
সমুদ্রের কাছে প্রশ্ন রাখে নদী
কি হত আমার তোমার
বুকে ঠাঁই না পেতাম যদি?
৯.
বউ করেছে অভিমান
জামাইয়ের কেন থাকবে?
অন্য নারীর প্রতি টান।
১০.
ভাগ্যিস আকাশ দেখতে টাকা লাগে না,
পাখিদের চাকরি বাকরি করতে হয় না।