সুখের স্মৃতি
ঘোর অন্ধকারে তখনো বিভোর;
পাখিদের নৃত্যে কেবলই দুচোখ মুদি!
তমসা ভেঙে দেখি—ঝাপসা হৃদয়ের ভূমি
আমাকে জব্দ করে আছে আশ্বিনের তপ্ত
পলিমাটি।
ক্ষণে ক্ষণে বাড়ে ব্যথা, এ কি রুক্ষতা তার
ঘামার্ত শরীরজুড়ে;
মেঘমল্লার ঝড় তুলে, চরণে লুটে যায় সোনালি
সুখের স্মৃতি!
ক্ষতস্থানে মলম লাগিয়ে চলছি পরিপাটি।
দখিনা পবনে উড়ে আসে পোড়া গন্ধ
দগ্ধতা কেবলই চারপাশজুড়ে, গিলে খায়
আমায়, যেন সে ভয়ংকর রাক্ষসী।
ঘনিয়ে আসে দুচোখের তারা, নিভে যায়
জলন্ত এক প্রদীপ।
পাখির নীড়ে ফেরার আনন্দ নেই কিঞ্চিৎ
তবু সূর্যতোরণ আবিভূত হয়, পশ্চিমে মিলায় নিয়মমাফিক!
ভাবনার চিলেকোঠায় জানান দেয় একদা,
তোমাদের ভিড়ে ক্ষণিকের অতিথি কেবল আমি।