জলরঙে আঁকা ছবি
জলরঙে আঁকা ছবিগুলো আকাশের আলপনার মতো
তোমার বুকে আমার হৃদয়ের ছাপ রেখে যায়
তুলি দিয়ে ভুরু টানি কাজল টানার মতো
চোখ দুটো এত সুন্দর, ভুরু যেন নদীর সীমানা
ওই দেখো উদ্বাস্তু পরিবার হেঁটে চলে, ছন্নছাড়া জীবন দোটানা
মাথায় এখনো শিকড়ের মতো কচুপাতার ছাতা
ফুল আর পল্লবের বন্ধনীতে মাটির গন্ধে দূর্বা ঘাসে
ছিল যে জীবনগাথা
কোথায় চলেছে তারা, কোথায় যাবে, কোথায় গিয়ে পাবে ঠাঁই
তুমি যে বলো জন্মভূমি আছে, ওদের তো মৃত্যুভূমিও নাই
ওগো শিল্পী, তোমাকে কী মানায় বিবেকহীন শিল্পের বড়াই
ক্যানভাসে ভোর হয় হয়, রাত্রি কাটে অনিশ্চিত
এই পৃথিবীমাতা এখনো করে উঠতে পারেনি কারও জন্য কোনো সীমানাবিহীত
তিনভাগ জল আর পানীয় জলহীন
ক্ষুধার পেটে এক ভাগ স্থলে, ঘুরে ঘুরে কাটে দিন
সূর্যের বুক থেকে রক্তিম, দানা যদি কখনো হঠাৎ খসে পড়ে
পৃথিবীও একদিন ভেসে যেতে পারে স্ফূলিঙ্গ সাগরে
কার কোনটা সীমানা, কার কোথায় ঘর
এত যে দলাদলি, হানাহানি, নিষ্পত্তি হবে কি তারপর
জাতীয়তাবাদের থেকেও বড় আন্তর্জাতিকতাবাদ
আন্তর্জাতিকতাবাদের থেকেও বড় মানবতাবাদ
এসো আমরা মুক্ত ক্যানভাসে সেই মানুষের কথা বলি
এসো আমরা কবিতায় পৃথিবীকে সব মানুষের বাসযোগ্য করে তোলার কথা বলি
তোমার–আমার রক্তে বন্ধন হোক স্বপ্নের মতো ভালোবাসার