অবশেষে তুমি অনেকটা পথ পাড়ি দিলে আমার সাথে।
তবু সেই পুরোনো ব্যথাটা মাঝেমধ্যেই কেমন,
চিনচিন করে বেড়ে ওঠে!
যদি তুমি আবারও পাল্টে যাও!
আমি তো বরাবরই প্রেমের বইঠা বেয়ে চলেছি।
পরম মমতায় ভালোবাসার পালতোলা তরি।
বুকে তোমার আমার প্রতিচ্ছবি রয়েছে এখনো অজানা!
কিন্তু অবশেষে আমি বুঝতে পারলাম,
তুমি আমার হৃৎপিণ্ডের তৃষ্ণার্ত পানি।
যা বিনা বাঁচা সম্ভব নয়!
তুমি আমার আকাশে ঝলমলে পূর্ণিমার চাঁদ।
কখনোবা গাঢ় নীল, আবার কখনোবা হিমেল হাওয়া।
ঠিক যতটুকু হিম বাতাসে উষ্ণতার প্রয়োজন পড়ে, ততটুকুই ফের ভালোবাসতে ইচ্ছে করে।