অভিনয়

অলংকরণ: মাসুক হেলাল

মুঠোফোনের রিংটোন বাজছে। মায়ের কল। আবির কল রিসিভ করল।
-বাবা, দুপুরে খেয়েছিস?
- জি মা, ভরপেট খেয়েছি। খাবার অনেক মজার। একটু বেশিই খেয়েছি।
- তা তো খেতেই হবে। এখন তোর বাড়ন্ত বয়স। বেশি করে খাবি। ভালো পড়াশোনা করতে হলে বেশি বেশি খেতে হয়।
- খাবারে কী কী ছিল?
- ভাতের সঙ্গে মাছের ভর্তা, মুরগির মাংস আর ডাল।
- যাক, বাবা। তোর কথা শুনে ভালো লাগল। আলহামদুলিল্লাহ।

এদিকে, আবিরের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে রাহিল। কী অদ্ভুত! কীভাবে মানুষ এমন সাবলীলভাবে মায়ের সঙ্গে মিথ্যা কথা বলতে পারে! আবিরের এমন দুর্দান্ত অভিনয় দেখে রাহিল থ বনে গেছে।
- আন্টিকে মিথ্যা বললি যে? মায়ের সঙ্গে মিথ্যা বলা পাপ!
- সত্যিটা জানলে মা অনেক কষ্ট পেতেন। দুশ্চিন্তা করতেন। এসব ক্ষেত্রে মিথ্যে বলা যায়!

আবিরের চোখের কোণে চিকচিক করছে নোনাজল। সেটা দেখে রাহিল বলল, বন্ধু, হাতের শিঙারাটা আগে শেষ কর। অনেক কাজ বাকি আছে।

মাধবপুর, হবিগঞ্জ