পড়ায় মন বসে না

অলংকরণ: তুলি

পড়ায় আমার মন বসে না
জোছনা ভরা রাতে
মন শুধু চায় মেতে থাকি
জোনাক পোকার সাথে।

পড়া ফেলে মন হতে চায়
নীল আকাশের তারা
মিটমিটিয়ে আলো দিয়ে
রাঙায় বিশ্বধারা।

রাত্রি যখন যায় ঘুমিয়ে
অন্ধকারের ঘরে
মৃদু হাওয়ায় মনটা আমার
উদাস উদাস করে।

জোছনাভরা চাঁদ মামাটা
হাত বাড়িয়ে ডাকে
মনটা তখন কল্পকথার
হাজার ছবি আঁকে।

পড়ালেখা ছেড়ে দিয়ে
রাতের বুকে চলি
গাছের কাছে ফুলের কাছে
মনের কথা বলি।