জিজ্ঞাসা

মডেল: দীপাছবি: সুমন ইউসুফ

আমি সবকিছুই জানতে চাই,
তোমার পছন্দের রং কী?
তুমি বর্ষা ভালোবাসো নাকি হেমন্ত,
কিসে তোমার মন খারাপ হয়?
তোমার প্রিয় ফুলের নাম কী?
সবকিছুই জানতে চাই।

জানতে চাই,
সমুদ্র নাকি পাহাড় প্রিয়,
ট্রেন তোমার পছন্দের বাহন কি না?
বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে কি?
পছন্দের পাখি কি চড়ুই নাকি?
আমাকে কেমন লাগে?

অভিমানে কী কর তুমি?
রাগলে কাচের বাসন ছুড়ে রাগ কমাও কি না?
দেরি করে ফিরলে রাতের খাবার কপালে জুটবে কি না?
কোন জিনিসে রাগ ভাঙবে তোমার,
এসবও তো জানা চাই আমার।
যেমন জানতে চাই
তুমি কি ভালোবাসো আমায়?