তোমার আমার ভালবাসার গল্প
তোমার-আমার ভালোবাসার গল্পটা
দুঃস্বপ্নের মতো মনে হয় এখন!
একফালি এই ছোট্ট জীবনে,
বেশি কিছু কী চেয়েছিলাম তোমার কাছে?
ঠোঁটের কোনে মিষ্টি একটু হাসি,
ঐ দুচোখে আমার জন্য একটু মায়া,
হৃদয় উঠানে ছোট্ট একটি ঘরবসতি,
ব্যাস, আর কিচ্ছু না।
অথচ,
প্রাপ্তির পাল্লাটা পরিতৃপ্তি পায়নি আজও!
কোণঠাসা দুঃস্বপ্ন ভরা এই জীবনে
এই প্রেম ভিখারি পায়নি কখনো,
তোমার হৃদয় নিংড়ানো
একমুঠো ভালোবাসা...