বিশ্বের সেরা এই বিমানবন্দরে পাসপোর্ট লাগবে না!

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরছবি: রয়টার্স

বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দর বলা হয়ে থাকে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরকে। আগামী বছর থেকে এই বিমানবন্দর দিয়ে অন্য কোনো দেশে যেতে যাত্রীদের আর পাসপোর্ট দেখাতে হবে না। কেবল বায়োমেট্রিক তথ্য ব্যবহারের মাধ্যমে ছাড়পত্র পাওয়া যাবে।

১৮ সেপ্টেম্বর পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় এই ঘোষণা দেন সিঙ্গাপুরের যোগাযোগমন্ত্রী জোসেফাইন তেও। তিনি বলেন, ‘স্বয়ংক্রিয় পাসপোর্টমুক্ত ইমিগ্রেশন ছাড়পত্র চালুর ক্ষেত্রে সিঙ্গাপুর বিশ্বের প্রথম কয়েকটি দেশের মধ্যে একটি হবে।’

এদিন বায়োমেট্রিক প্রযুক্তি, ফেস শনাক্তকরণসহ দেশটির বেশ কয়েকটি ইমিগ্রেশন আইন পার্লামেন্টে পাস হয়েছে। ইতিমধ্যে চাঙ্গি বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপয়েন্টগুলোতে স্বয়ংক্রিয় ফেস শনাক্তকরণ সফটওয়্যারের ব্যবহার স্বল্প পরিসরে চালু হয়েছে। তবে আসন্ন পরিবর্তনগুলো যাত্রীদের ভ্রমণসংক্রান্ত কাগজপত্র বহনের প্রয়োজনীয়তা কমিয়ে দেবে বলে জানান জোসেফাইন তেও।

সিঙ্গাপুরে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর
ফাইল ছবি: এএফপি

বায়োমেট্রিক প্রযুক্তি চালু হলে এটিই হবে যাত্রী শনাক্তকরণের মাধ্যম। এটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এবং বোর্ডিং পাসসহ বিভিন্ন স্বয়ংক্রিয় টাচ পয়েন্টে বসানো হবে। বোর্ডিং পাস এবং পাসপোর্টের মতো ভ্রমণসংক্রান্ত কাগজপত্রের আর প্রয়োজন হবে না। যদিও বিশ্বের অন্যান্য দেশের বিমানবন্দরগুলোয় অবশ্যই পাসপোর্ট লাগবে।

সেরা হওয়ার পাশাপাশি বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে একটি চাঙ্গি বিমানবন্দর। এখান থেকে শতাধিক এয়ারলাইনসের বিমান এক শর বেশি দেশের চার শতাধিক শহরে যাওয়া-আসা করে। কেবল গত জুন মাসেই ৫ দশমিক ১২ মিলিয়ন যাত্রী যাওয়া-আসা করেছেন। এই বিমানবন্দরে চারটি টার্মিনাল রয়েছে।

ইংরেজি থেকে অনুবাদ: তাহসিন আহমেদ