সীমানাহীন বৃত্ত
এ কোন বৃত্তে বন্দী করলে আমায়
সীমানা নেই, নেই নির্দিষ্ট চৌহদ্দি
এ কোন মায়ার বাহুডোরে বলো
বেঁধে রেখেছ পাগলের মতো!
চতুর্দিকে পালাবার পথ খুঁজে খুঁজে
নিরাশ মনে ক্লান্ত দেহে
আবারও কেবল ফিরে ফিরে আসি
বৃত্ত-বন্দী সে ভালোবাসা আর
মায়ার চুম্বক আকর্ষণে!