এখন তুমি অন্য কারও
আমি চলে গেলে,
আমার কথা ভেবে তুমি কি কখনো কান্না করবে?
কখনো ঝুম বৃষ্টি এলে নিঃসঙ্গতায় বসে বসে
মনে পড়বে কি তোমার বলো?
আমার খুনসুটি আর রোজ রোজ বলা গল্পগুলো
ভাববে কি তখন!
জানো, পৃথিবীতে কেউ কেউ চলে যাওয়ার জন্য
আসে না।
কিন্তু পরিস্থিতি মোকাবিলা করার অক্ষমতার
জন্য চলে যেতে হয়।
দূরের ওই দিগন্তে দুই প্রান্তে দাঁড়িয়ে কথা বলার
জন্য হলেও;
কখনো কখনো চলে যাওয়া খুব দরকার।
হয়তো ইচ্ছে করে নয়, তবে অভাবটুকু বুঝিয়ে দিতে।
ভাবছো কী অমানবিক আমি তাই না!
আমার প্রস্থানটা তোমাকে বুঝিয়ে দিক, আমাকে
নিয়ে নিশিদিন একটু ভাবাক।
তবে কষ্ট পাও তা আমি চাইনি।
ভালোবাসার মূল্যটা সারা পৃথিবীর সমান কোনো
মূল্যেও কেনা যায় না।
অবহেলা আর অপমান মানুষ কখনো ভুলতে পারে না।
তুমি তা কোনো দিন বুঝতে চাওনি আর বুঝবেও না।
কী হবেই–বা আর এত বুঝে!
জীবনের অগোচরে কিছু সুখ পিষ্ট হয় এভাবেই
যুগ যুগ ধরে।
তাকে আঁকড়ে থেকে আর কী লাভ বলো অবশেষে।
ভালো থেকো, তোমার সুখের মহলে রঙিন ডানায় উড়ে।
আমিও ভালো থাকব, কোনো দুঃখই আর ফিরবে না আমার নীড়ে।