ভালোবাসার তরণি
প্রাণের সম্পর্ক দ্বিখণ্ডিত হয় না
চূর্ণবিচূর্ণ হয় না লোকাল বাসের কাচের মতো,
উড়ে যায় না সীমানা ছেড়ে প্রবল ঘূর্ণিঝড়ে
তাপদাহে পুড়ে হয় না ভস্ম বনাঞ্চলের তরুলতার ন্যায়,
যুগে যুগে বেঁচে থাকে প্রাণের কাঠগড়ায়।
মনের মুখোশ বদল হয় চামড়ার ঠোঁটে
ক্ষত যায় সেরে চিকিৎসার জোরে,
মনের চিকিৎসার উন্নতি হয় প্রিয় পরশে
প্রিয়–অপ্রিয় জানান দেয় কালবৈশাখী ঝড়ে,
পলক বিছিয়ে দেয় নিদ্রার চাদর চোখের আঙিনায়।
মনের চোখ নিদ্রা যায়
কল্পনার রাজ্যে বসতির কোলে
দেহের ক্লান্তি নেমে নিদ্রার রস খায়
কংক্রিট চুষে চুষে,
মনের তীক্ষ্ণ সুচালো ফলা ভেদ করে লৌহদুয়ার,
চলে যায় ভালোবাসার তরিতে নদী সাগর পাড়ি দিয়ে,
দ্রুতগতির কৃত্রিম যান পরাজিত কল্পশক্তি তলে।