একাত্তরের দিনগুলো

একাত্তরের রণাঙ্গনে মুক্তিযোদ্ধারাছবি: অমিয় তরফদার

রক্তস্রোতে ভাসে কাঙ্ক্ষিত মানচিত্র;
জমাট বেঁধে থাকে কালো দাগে যত্রতত্র
যেন কুকুর আর শেয়ালের ঈদ উৎসব!
বাতাসে ভাসে স্বজনের আর্তচিৎকার।
ভয়ে কুঁকড়ে যায় সকল অন্তরাত্মা-
নিরাপত্তাহীনতায় রমণীর গচ্ছিত সম্ভ্রম,
আগুন ও বুলেটের খেলায় বেওয়ারিশ লাশ!
অন্ন, বস্ত্র, বাসস্থানের অনাকাঙ্ক্ষিত সর্বনাশ।
একাত্তরের সেই দিনগুলো দুর্বিষহ বিস্ময়কর;
প্রিয়জনদের আত্মত্যাগে আজ স্বাধীন বাংলাদেশ।
স্বাধীনতা রক্ষা করব যতই আসুক বাধা;
নইলে বিশ্ব হেসে বলবে, তোমরা আস্ত গাধা।