খুলির ফুটো

অলংকরণ: তুলি

মহাকালের সমুদ্রে হঠাৎ দেখি একটা খুলি;
মস্তিষ্কহীন ধবধবে সাদা!
নেই লোহিতরঙা ধমনির নালি;
আছে কেবল একটি ফুটো!
শূন্য খুলির গভীরে খেলে যায়
বাতাস নিয়ত, শিস দিয়ে গায়—
আজাদি আজাদি গান!
যদিও অতি অল্প পথ দিয়েছে সে পাড়ি
তবু পথের পথিক সকল,
করে জনম জনমজুড়ে
ফুটো খুলির মালিকের আহাজারি!
মালিক ফিরবে না আর
চলেছে সে ইনসাফ আনার পথে—
দিয়ে গেছে সকল পথিকের তরে
মস্তিষ্কের ভার!
জানে সকলে জানে
এ সাগরের ফেনা ভেসে যাবে
ফুটো খুলির মিছিলে
তবু থামবে না কোনো কালেই
আজাদি আজাদি গান!