সুদীপ্ত বাতি
বাতাবিলেবুর গাছটি আজ শুভ্র ফুলে ফুলে পূর্ণ
লেবুফুলের তীব্র সুগন্ধিতে রাতের বাতাসের ভাঁজে
ঘোরলাগা মাদকতায় উঠোনের সব কটা গাছই
যেন হালকা দুলে ওঠে!
তারই শাখায় বসে অমঙ্গলের শঙ্কায়
বিরতিহীন ডেকে চলে অলক্ষ্মী কানাকুয়ো
ভয়ংকর এই কুধ্বনিতে ভারী হয় রাতের নিশ্বাস।
পশ্চিম দিকের নিমগাছের ডালে হারিকেনের মতো
ঝুলে আছে কৃষ্ণপক্ষের ক্ষয়ে যাওয়া চাঁদ।
এমন রাতগুলোতে জোনাকিরাও বুঝি
সব বেঘোরে ঘুমিয়ে থাকে!
দূরে কোথাও করুণ সুরে বিলাপ করছে বিরহী ডাহুকী।
তবু তারাহীন নিকষ আঁধার আকাশে কিছুটা হেলে
যেন কাঙ্ক্ষিত সুদিনের কোনো বার্তা নিয়ে
যাপিতজীবনের গ্লানির অন্ধকার ঘোচানোর প্রত্যাশায়
জ্বলজ্বল করে আছে আলোকিত সুদীপ্ত এক বাতি।