প্রত্যাশা
চেয়েছিলাম অনেকটা পথ একসঙ্গে হাঁটতে
কিন্তু তুমি তা চাওনি
তুমি চেয়েছ ভিন্ন পথ,
আলাদা গন্তব্য!
পরিশেষে তা–ই হলো।
আজ বহুকাল যাবৎ সংযোগ বিচ্ছিন্ন
তোমার–আমার।
না হয়েছিল দেখা, না হয়েছিল ভাবের সম্মুখ বিনিময়!
হয়েছিল শুধুই কথোপকথন।
বেড়েছে অপেক্ষা, তীব্র হচ্ছিল দেখার আকুতি!
অবশেষে
হঠাৎ একদিন বিনা নোটিশেই
এলোমেলো বাতাসে
যোগাযোগের তারটা কেটে গেল।