যদি গান থেমে যায়

অলংকরণ: মাসুক হেলাল

যদি সব গান থেমে যায়
নেমে আসে গোধূলির সন্ধ্যা—
তোমার উপস্থিতির সীমানা পেরিয়ে
আসে অন্ধকার...
জোছনার আলো জ্বেলে আমি আসব।
আসব হিমাদ্রির কোল চাপিয়ে
দূরের বার্তা নিয়ে সবুজের বুকে...
শিশিরের আঁচল পাতানো ভোরে
গন্ধ মাতাল শিউলির ডালা হাতে।
আসব বসন্তের প্রথম দিনে...
রঙিন ওড়নায় বাসন্তী রঙের পসরা সাজিয়ে,
বটের ছায়ায় ছায়ায় উৎসবের আলাপনে।
শ্রাবণের ভরা বর্ষায় আসব—
কদম কেয়ার গন্ধ লয়ে,
কালো চুলে বৃষ্টির লুকোচুরি খেলায়।
চৈত্রের উদাস দুপুরে আসব—
তোমার কানে কানে শোনাতে ভালোবাসার গল্প,
শত ব্যস্ততার শিকল ছিন্ন করে।
দুরন্ত আশার নৌকা হয়ে
কালের গহ্বরে হারিয়ে যাওয়া সুখ মাড়িয়ে,
থেমে যাওয়া সব নীরবতা ভেঙে বারবার আসব।