একটি তর্জনী, একটি স্বাধীনতা

৭ মার্চ ১৯৭১: ঢাকার রেসকোর্স ময়দানে ভাষণ দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানছবি: সংগৃহীত

অবহেলার অবগুণ্ঠন সরিয়ে
জেগে ওঠে কোটি প্রাণের আকুতি;
কৃষ্ণচূড়ার লাল ফুলে হেসে ওঠা
ভাষাশহীদদের নির্ভীক প্রেরণায়
ওরা ছুটে আসে মুক্তির নেশায়
সারা শরীরে মৃত্যুর কাফন জড়িয়ে।

শোষকের রক্তচক্ষু উপেক্ষা করে
বেরিয়ে আসে সবুজ তেপান্তরে,
ছুটে আসে কৃষক শ্রমিক বৃদ্ধ বনিতা
জড়ো হয় রেসকোর্স ময়দানে।
হঠাৎ গণসমুদ্রের কোলাহল ছাপিয়ে
গর্জে ওঠা মহানায়কের তর্জনীতে
রচিত হয় একটি লাল-সবুজের মানচিত্র।

ধ্বনিত হয় মুক্তিকামী মানুষের হৃদয়ে
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’