ঝিল্লিমুখর সন্ধ্যায়
কোনো বন্ধ্যাত্ব নেই আর,
জমাটবাধা গোধূলি যখন আঁধারে মিলিয়ে যায়
এক অপার্থিব আলো হাতছানি দেয়
জ্বলে ওঠে নিরালায় তোমার সন্ধ্যামালতী
যেন দুখের ভিটেয় উজাল সেঁজুতি!
তুমি সুখী হলে, জেনো, এই আমিও সুখী।