বৃষ্টি ভেজা বর্ষার দিনে

‘ছেলেবেলায় আমার শহরে বৃষ্টি পড়ত দিনের পর দিন, বিরতিহীন’, সিলেটে ঝুম বৃষ্টির দিনেছবি: আনিস মাহমুদ

আজ সকালে ঘুম ভাঙল বৃষ্টির শব্দে। ঘুম থেকে ওঠে বাইরে গিয়ে দেখি চারদিক এখনো ঘোর অন্ধকার, আকাশ ঢাকা পড়ে গেছে কালো মেঘে। মনে হলো আজ হয়তো সূর্যের সন্ধান মিলবে না; হলোও তা-ই। অনবরত বৃষ্টি পড়ছে। জলের ছোঁয়ায় গাছের পাতায় পাতায় জেগেছে শিহরণ। আকাশে বয়ে যাচ্ছে কম্পন। মাঝেমধ্যে শোনা যাচ্ছে বজ্রের গর্জন। ধ্বনিত হচ্ছে রিমঝিম শব্দ।

এই বৃষ্টিতে বাইরে যাওয়া সম্ভব হবে না। মনে পড়ে যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার চরণ। গুনগুন করে গাইতে থাকি, ‘নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহিরে ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।’

আকাশে মেঘের মাদল, বৃষ্টি পড়ছে অবিরল। নেই আজ সূর্যের কিরণ। হয়তো আজ গাঁয়ের কৃষক গিয়েছে থমকে; যারা সূর্যের আলো দেখেই করে সময়ের গণনা। সকাল-দুপুর-বিকেল হয়েছে একাকার। রিমঝিম বৃষ্টির শব্দ মনকে করে তুলেছে আচ্ছন্ন।