শ্রাবণের দুপুর

সবুজের ঠাস বুনটের মাঝ দিয়ে এক চিলতে নীল আকাশ। তারই মধ্যে সাদা মেঘের অলংকারছবি: নেয়ামত উল্লাহ

আজি শ্রাবণের এই মধ্য দুপুরে,
ঘন মেঘের নীল ছায়ারও গহিনে,
গভীর মনের অন্তমিলের নানান সুরে,
নীরব স্মৃতিতে বাঁধিনু একখানা ঘর।
অপার সৌন্দর্যের জলে জলতরঙ্গ,
টলমল করিছে নানা রঙেরও তরে,
সবুজ দুর্বাঘাস গুলিও যেন নুয়ে যায়,
তরঙ্গেরও স্নিগ্ধ কোমল ধ্বনিতে।

নীল বর্ণের ঘন মেঘমালা,
ছায়া যেন পড়ে সেই মূর্তিমান কৃষ্ণচূড়া বৃক্ষে,
সুদূর প্রান্তের ওই পর্বত,
আবছা ছায়া যেন নীল গহিনও বন,
বিশাল মহা সমুদ্রে জলস্রোত বয়,
নানা ঢেউ তরঙ্গে,
সেই এক শ্রাবণেরও দুপুরে।