আকাশ ও পাহাড়ের গল্প
আকাশটা যদি তোমার হয়, তবে পাহাড়টা আমার,
তুমি নীলের মাঝে হারিয়ে যাও আর আমি খুঁজি সবুজের স্নিগ্ধতা।
তুমি নীলের মাঝে খোঁজো এক টুকরো প্রশান্তি
আর আমি খুঁজি পাহাড়ের গায়ে খোদাই করা কোনো
প্রেমিক জুটির নাম।
বর্ষাকালে তোমার আকাশটা কালো মেঘে ছেয়ে যায়,
আর দেখো বৃষ্টিতে ভিজে আমার পাহাড়টা কেমন চিরসবুজ হয়ে ওঠে।
নীলের মাঝে তুমি খুঁজে বেড়াও কবিতার অন্ত্যমিল
আর আমি পাহাড়ের কাছে খুঁজি ভালোবাসার উপন্যাস।
আমাদের সুখ–দুঃখের সাথি হোক আকাশ ও পাহাড়
আমাদের ভালোবাসার সাক্ষী হোক আকাশ ও পাহাড়,
আমাদের কাছে আসার ঠিক মাঝখানেও থাক
আকাশ ও পাহাড়ের গল্প।