জীবনবোধ
কেউ কেউ দীর্ঘশ্বাসের পাণ্ডুলিপি
সাথে নিয়ে হাসে, চোখে পুরু কাজল
বিষণ্ন মন তবু রোমান্টিক গান বাঁধে!
একাকী নিঝ্ঝুম রাতে ঝড়ের গতিতে
এলোমেলো কাতর বিরহী দীর্ঘশ্বাসে
অশান্ত হয়ে চোখের জলে ভাসে!
বুকের গহিনে কান্নার পেয়ালা
তবু বিলাপভরা কলসি বেঁধে
আনন্দ-উল্লাসে মাতে।
উথলিল বুকে আলোর মোহনা ঢোকে না
ভীরু ভীরু পায়ে পলাতক চাঁদের সাথে
লুকোচুরি খেলে না!
আকাশতলায় চাঁদের সাথে মিতালি করে
নীরবতায় ডুবে যায়,
আচ্ছন্ন হয়ে ব্যর্থ দীর্ঘশ্বাস ছেড়ে,
নিজেই নিজেরে শুধায়
মানুষের জীবনে এত দীর্ঘশ্বাস
কোথা থেকে আসে!