অণুকাব্য

অণুকাব্য

১.
তুমি খোঁপা খুললে
মেঘেরা হয় অভিমানী;
অথচ জানি আমি-আমার ভেতর
বৃষ্টি কতখানি!
২.
মন জানে চোখের ভেতর
লেগে আছে কার ঘোর
চোখ জানে না মনের ভেতর
তোলপাড় চলে তোর।

৩.
ঝুলবারান্দাটা যেন আজ
শৈশবে ফেলে আসা উঠোন
পৃথিবীটা ছোট হতে হতে
হয়ে গেল মুঠোফোন।
৪.
পরিচয় পুরোনো হলে, কী জানি কী হয় জানি
কাঁটার আঘাত যতই, থেকে যায় ফুলদানি।
৫.
নেই জোছনা তাতে কী!
আঁধারের সাথেই গল্প হোক
এই শহরের দেয়ালে দেয়ালে
লিখে রাখি মেঘের শোক।