স্মৃতির ফুলদানি

প্রতীকীছবি: সৌরভ হালদার

নিশ্বাসে উড়িয়ে দিলাম শূন্যতার সংশয়,
সেথায় অচৈতন্যে পড়ে আছে টুকরো অনুভূতি
নতজানু হয়ে আছে কোনো আত্মঘাতের ভঙ্গিমায়।
ভেতরকার নৈঃশব্দ্য যন্ত্রণার পাখনা মেলে
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যায় সময়ের জালে!
গাঢ় আঁধারে যে প্রেম মিশে থাকে হিম কুয়াশায়
তার বুকে বসে বসে জীবনের ক্ষয় দেখি!
তারই চোখে জল ভাঙি হৃদয় ভরাট দুঃখ নিয়ে।
বিচ্ছেদের সময়ে বোবা ও বধির হয় প্রেমিক
কথার খরায় ভেসে উঠে মৃত্যুর সুগন্ধি!
স্বপ্নেরা পুড়ে যায় আলোভুক পতঙ্গের মতন
যে লাশের শরীরের মতো নিস্তেজ নিথর কিন্তু—
স্মৃতির ফুলদানিতে ভয়াবহ সুন্দর!
তুমি ভুল বুঝে হঠাৎ চলে গেলে না জানিয়ে
সেই থেকে কিঞ্চিৎ রোদের জন্য হাহাকার করে বুক!
বুঝিনি স্বার্থের নীড়ে বিশুদ্ধ আবেগের মর্ম!
এখন উপলব্ধি করি কেন রোদে শুকাতে দিলেও
ভিজে উঠত তোমার নিষ্পাপ দুটো আঁখি