শিকারি

বন ও বাঁশঝাড়ের মরা পাতা উল্টে খাবারেরর খোঁজে লাজুক প্রকৃতির রঙিলা দোয়েল পাখিছবি: হাসান মাহমুদ

শান্তি সুখে কাটছিল দিন সুখের পরিবার
একদিন এক সকালবেলা সব হলো ছারখার।
পড়ল ধরা পাখি জোড়া শিকারিদের হাতে
পাখির ছানা পথ চেয়ে রয় ফিরল না যে রাতে।

শিকারিদের চোখেমুখে ফুটল ভয়াল হাসি
পাখির ছানা করুণ সুরে করছে আহাজারি।
মায়ের বুকের উষ্ণ পরশ পেতে তারা চায়
মা-বাবা তার পাগলপারা কী হবে হায় হায়!

ক্ষুধায় কাতর পাখির ছানার শান্ত হলো দেহ
এই অবলার দুঃখ দেখে এল না ভাই কেহ।
খাঁচার ভিতর পাখি জোড়া দেয় যে অভিশাপ
শিকারিরা পাপের জন্য করবে অনুতাপ।