জানাশোনা

বুনো ফুলে ফড়িং। ছবিটি কিশোরগঞ্জ সদর উপজেলার চর শোলাকিয়া এলাকা থেকে তোলাছবি: তাফসিলুল আজিজ

প্রতিদিনের বঙ্গে আমার
রূপলাবণ্যের জানাশোনা,
সবুজ ঢেউয়ে ফড়িং দলের
নিত্যসুখের আনাগোনা।

দূরের বনে পাখি ডাকে
কিচিরমিচির ছন্দ তুলে,
সুরের মনে মাতোয়ারা
সকল বিভেদ-দ্বন্দ্ব ভুলে।

রবির আলোর ছোঁয়া দিতে
হেসেখেলে আকাশ মেলে,
প্রজাপতি পাখা বেয়ে
ডালে বসে বাতাস ঠেলে।
জানিয়ে দিলাম বিশ্বকে,
আমার দেশের দৃশ্যকে।