পাদটীকা
সময় আমাকে দেয় না সময়
আমিও কেবল ট্রেনের মতোই ছুটি
গন্তব্য ভুলে যাই;
তবু সমান্তরাল রেললাইন ধরে ছুটে চলি
অনন্তের পথে; স্টেশনে প্রতীক্ষায় থাকে মহাকাল।
বেলা শেষে পাদটীকায় লেখা হয়
জীবন বহুলাংশে এক মধুর অপচয়!
সময় আমাকে দেয় না সময়
আমিও কেবল ট্রেনের মতোই ছুটি
গন্তব্য ভুলে যাই;
তবু সমান্তরাল রেললাইন ধরে ছুটে চলি
অনন্তের পথে; স্টেশনে প্রতীক্ষায় থাকে মহাকাল।
বেলা শেষে পাদটীকায় লেখা হয়
জীবন বহুলাংশে এক মধুর অপচয়!