প্রকৃতির প্রকাশ

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

প্রিয় লাল,

প্রথমেই দুঃখ প্রকাশ করছি। সজ্ঞানে একটা ভুল করেই ফেলেছি হয়তো! আসলে এটাকে ঠিক ভুল বলা যায় কি না, তা নিয়ে ঢের চিন্তিত আমার মস্তিষ্ক।

সত্যি আমাকে মুগ্ধ করেছে। তবে মুগ্ধ যে হতে চাইনি তা–ও বলব না। আমার প্রতিটি শিরা-উপশিরা মুহূর্তের জন্য বন্ধ করে দিয়েছিল রক্ত সঞ্চালন। তারপরও কী করে বেঁচে আছি, জানি না! যদি বলি সেই কারণ আপনি তাহলে কি রাগ করবেন? আপনি যেন খরখরে রোদের মধ্যে বটবৃক্ষের ছায়া হয়ে আসলেন।

আমার প্রতিটি অনুভূতির জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছি। আপনাকে না বলে আপনাতে মুগ্ধ হয়েছি, এটাকে কি অনুচিত বলবেন? আপনাকে আমি প্রকৃতির প্রকাশ ভেবেই মুগ্ধ হয়েছি। এই অধিকারটুকু নিশ্চয়ই আমি পাব।

আপনাকে লাল বলে কেন সম্মোধন করলাম, সেই প্রশ্ন নিশ্চয়ই জাগছে? তবে এর উত্তর এখন দিচ্ছি না। যদি কখনো আপনার প্রকৃতিতে আমার সামান্য জায়গা হয়, সেদিন না হয় শুনবেন। ভালো থাকবেন আপনি।

ইতি,
গোকুল চন্দ্র রায়