আত্মবিলাপ

জীবনটা এক স্রোতহীন নদী,
স্মৃতির পাড় ভাঙে, তবু চলে নিরবধি।
স্বপ্নগুলো যেন ছায়া হয়ে যায়,
অতীতের অন্ধকারে দুঃখের সুর বাজায়।
মনের আকাশে মেঘ জমে বারবার,
আলো খুঁজে ফিরে, তবু আঁধার।
হৃদয়ে জ্বলে এক নিভৃত প্রদীপ,
তার শিখায় মিশে যায় সব ব্যর্থ নিদ্রিপ।
কত আশা কত স্বপ্ন ছিল বোনা,
কত হাসি জীবনের রঙে রাঙানো।

আজ সব ভেঙে গেছে, ঝড়ে উড়ে গেছে,
আত্মার কান্না শুধু নীরবেই রয়ে গেছে।
কে শুনবে এই অন্তর্দাহের সুর?
কে বুঝবে এই বেদনার অশ্রু ভরপুর?
নিঃসঙ্গতার মাঝে দাঁড়িয়ে আছি,
আত্মবিলাপের স্বপ্ন সুরে ভাসছি।
তবু জীবন চলে তার আপন পথে,
আলো-অন্ধকারের দুঃখ ফুল হয়ে ফোটে।
আত্মার কান্না থামে না, তবু আশা রয়,
জীবন নদীর তীরে আগামীর স্বপ্ন বয়।